নিজস্ব প্রতিবেদক: যারা দেশের সংবিধান, সার্বভৌমত্ব, স্বাধীনতা বিরোধী কথা বলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
সকালে, রাজধানীর কাকরাইলে আইডিইবি-তে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ দাবী জানান।
এসময়, তিনি আরো বলেন বিএনপির জনমত নেই, তাই তারা নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে। সভায় ১৪ দলের নেতারা বলেন বিএনপির আন্দোলন মানে মানুষ হত্যা করা। তারা রাষ্ট্রের জন্য অশনি সংকেত।
Zubayer/shimul