বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে : কাদের

প্রকাশিত: ৩০-০৩-২০২৩ ২২:২০

আপডেট: ৩০-০৩-২০২৩ ২২:২০

বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বৈশ্বিক সঙ্কটকে পুঁজি করে কয়েকটি চিহ্নিত মহল সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। 

সেতুমন্ত্রী বলেন, ‘আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের ফলে বাংলাদেশ আজ বিশ্বসভায় এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অর্জিত সক্ষমতার কারণেই দেশে কেউ আর না খেয়ে দিনাতিপাত করে না। অথচ বিএনপির সময় দেশের অবস্থা কী ছিলো? মির্জা ফখরুল কী ভুলে গেছেন? তাদের শাসনামলে উত্তরবঙ্গে মঙ্গাপীড়িত মানুষ না খেতে পেয়ে কীভাবে ধুঁকে ধুঁকে মারা গেছে!’

কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার বহুমাত্রিক পদক্ষেপের ফলে দুর্বিষহ ক্ষুধার সেই অভিশপ্ত অন্ধকার থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। মির্জা ফখরুলরা তাদের সময়ের দুঃসহ ইতিহাস আড়াল করার জন্যই সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

বিএনপি কখনোই এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি বলেও বিবৃতিতে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব ধরণের পদক্ষেপ নিয়েছে। দেশে কোন খাদ্য ঘাটতি নেই বলেও বিবৃতিতে উল্লে­খ করা হয়। 

Zubayer/shimul