রাতে বৃষ্টির পর সহনীয় ঢাকার বাতাস

প্রকাশিত: ৩১-০৩-২০২৩ ১২:০৮

আপডেট: ৩১-০৩-২০২৩ ১২:০৮

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ‘সহনীয়’ পর্যায়ে এসেছে। আগামী কয়েকদিনেও বাতাসের মান সহনীয় থাকবে। আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বলছে এ তথ্য। 

আজ (শুক্রবার) সকাল ৯টায় মিনিটে একিউআইয়ের সূচকে ঢাকার স্কোর ছিল ৯৮ অর্থাৎ সহনীয় পর্যায়ে। এরপর বেলা ১১টার দিকে বাতাসের মানের আরেকটু উন্নতি হয়। এসময় স্কোর ছিল ৯৫। আগামী এক সপ্তাহে স্কোর ১০০ থেকে ১৩০ এর ভেতর ওাঠানামা করবে বলে একিউআইয়ের সূচকে আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বৃহস্পতিবার রাতে রাজধানীতে ভারী বৃষ্টিপাত হয়েছে। তাছাড়া আজ শুক্রবার, সরকারি ছুটির দিন। আজ রাস্তায় যানবাহনের সংখ্যাও কম। যে কারণে আজ সকালে ঢাকার বায়ুদূষণের মাত্রা কমেছে। বৃষ্টি হলে আগামী কয়েকদিনও বাতাসের মান সহনীয় পর্যায়ে থাকবে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ৩২৮ অর্থাৎ বিপজ্জনক। এরপর দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং স্কোর হচ্ছে ১৮৩ অর্থাৎ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

 

rocky/shimul