ন্যাটোতে ফিনল্যান্ডকে মেনে নিলো তুরস্ক

প্রকাশিত: ৩১-০৩-২০২৩ ১২:৪০

আপডেট: ৩১-০৩-২০২৩ ১৩:১১

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানে ফিনল্যান্ডকে সমর্থন দিয়েছে তুরস্ক। ফলে জোটে যোগদানে আর কোনো বাধা নেই ফিনল্যান্ডের।

গতকাল বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ফিনল্যান্ডকে সমর্থন জানায়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের ভোটে তুরস্কেও পার্লামেন্টের ২৭৬ সদস্য উপস্থিত ছিলেন। সেখানে সর্মসম্মতিক্রমে ফিনল্যান্ডকে সমর্থন দেন আইন প্রনেতারা।

ওাশিয়ার সাথে বিশাল সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পরই ন্যাটোয় যোগ দেওয়ার আগ্রহ দেখায় ফিনল্যান্ড। তবে ন্যাটোর নিয়ম অনুযায়ী জোটে যোগ দিতে সব সদস্যেও অনুমোদন প্রয়োজন। ২৮ সদস্য শুরুতে অনুমোদন দিলেও হাঙ্গেরি ও তুরস্কেও জন্য আটকে ছিল সদস্যপদ।

এর আগে গত সপ্তাহে হাঙ্গেরির পার্লামেন্ট সবুজ সংকেত দেয় । ৩০ সদস্যের ন্যাটো জোটে কেবলমাত্র বাকি ছিল তুরস্ক। তুরস্ক শেষ দেশ হিসেবে ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদানে অনুমোদন দিলো। এখন ৩১তম ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান কেবল সময়ের অপেক্ষা।

তুরস্কের সবুজ সংকেত পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ। তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিকে ফিনল্যান্ডের সঙ্গে সুইডেনও ন্যাটোয় যোগ দিতে চেয়েছিল। সুইডেনের রাস্তা অবশ্য এত মসৃণ নয়। তুরস্ক জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই সুইডেনের যোগদান মেনে নেবে না। কারণ, তুরস্কের জঙ্গিগোষ্ঠীকে সমর্থন করে সুইডেন।

 

rocky/shimul