ক্রীড়া ডেস্ক: চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। আজ (শুক্রবার) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় খেলা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ উইকেটে ৯৪ রান তুলেছে বাংলাদেশ। হাতে আছে আরও ৫ ওভার।
এদিকে, আজ সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি খেলছেন মেহেদী হাসান মিরাজের জায়গায়। এছাড়া আরেকটি বদলও এসেছে। পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলবেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, রস অ্যাডাইয়ার, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলেনি, মার্ক অ্যাডাইয়ার, ফিওন হ্যান্ড , ম্যাথু হ্যামফ্রিস, বেন হোয়াইট।
টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ২২ রানে জয় পায় বাংলাদেশ। পরের ম্যাচে আইরিশরা পরাজিত হয় ৭৭ রানের ব্যবধানে। আজ জিতলে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্বাদ দেবে টাইগাররা।
এদিকে, টি-২০ তে দুটি ম্যাচেই বাধা ছিল বৃষ্টির। প্রথম খেলায় বাংলাদেশ প্রায় পুরো ব্যাট করলেও বৃষ্টির কারণে আয়ারল্যান্ড করে মাত্র ৮ ওভার। পরের খেলায় ১৭ ওভার নির্ধারণ হয় ম্যাচ।
চট্টগ্রামে আজও রয়েছে বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া অফিস বলছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
rocky/shimul