চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর ঝাং মিংইয়ান (৪৩) নামের এক চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩১শে মার্চ) সকালে বঙ্গোপসাগরের চট্টগ্রাম নগরের আনন্দবাজার উপকূলীয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড।
গত ২৮শে মার্চ জাহাজের ১৬ নাবিক লাইফবোট ড্রিল করার সময় জাহাজ থেকে পড়ে নিখোঁজ হয়েছিলেন ঝাং মিংইয়ান।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) উপ-সংরক্ষক ক্যাপ্টেন মো. ফরিদুল আলম বলেন, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অনুসন্ধান দল আজ (শুক্রবার) সকালে নগরীর হালিশহরের আনন্দবাজার খাল থেকে চীনা জাহাজ এমভি ক্যাং হুয়ানের প্রধান প্রকৌশলী ঝাং মিংইয়ানের মরদেহ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বাংলাদেশে চীনা দূতাবাসের মাধ্যমে জাহাজের প্রটেকশন অ্যান্ড ইনডেমনিটি (পিঅ্যান্ডআই) ক্লাবের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার দেশে পাঠানো হবে বলেও জানান তিনি।
Sumyia/sharif