নাটোরে বিএনপির মাহফিলের মঞ্চ ভাংচুরের অভিযোগ

প্রকাশিত: ৩১-০৩-২০২৩ ১৭:৩৪

আপডেট: ৩১-০৩-২০২৩ ১৭:৩৪

নাটোর সংবাদদাতা: নাটোর শহরের আলাইপুর এলাকার উপশহর মাঠে অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। আজ (শুক্রবার) সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ।

এসময় বক্তারা অভিযোগ করেন, 'আগামী পহেলা এপ্রিল অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের জন্য মঞ্চ নির্মাণ ও প্যান্ডেলের কাজ চলছিল। গতরাতে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আওয়ামী লীগের কর্মীরা এসে মঞ্চ ভাংচুর ও আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিএনপি নেতারা জানান, পূর্ব ঘোষিত অনুষ্ঠান সফল করতে প্রশাসন ব্যবস্থা নেবেন সেই অনুযায়ী সকল প্রস্তুতি নিচ্ছেন তারা। এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য কাজী শাহ আলম ও দেওয়ান শাহীনসহ অন্যরা বক্তব্য রাখেন। 

একই স্থানে শান্তি সমাবেশের ঘোষণা দিয়ে শহরে মাইকিং করেছে আওয়ামী লীগ। তবে ভাংচুরের জন্য বিএনপিকেই দায়ী করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

Kaniz/sharif