সীমা লঙ্ঘন করলেই আইনি ব্যবস্থা- শাজাহান খান

প্রকাশিত: ৩১-০৩-২০২৩ ১৭:৪৮

আপডেট: ৩১-০৩-২০২৩ ১৭:৪৮

মাদারীপুর সংবাদদাতা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না, তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। ফলে তারা যে কোন অপকর্ম করতেই পারে। কোন সাংবাদিকতাই ক্ষতি না, যদি তা বস্তুনিষ্ঠু সাংবাদিকতা হয়। সত্যকে উদযাটন করে যারা সংবাদ পরিবেশন করে, তাদের কোন ক্ষতি হতে পারে না। সাংবাদিক বা যেই হোক প্রত্যেককেই সীমার মধ্যে থাকতে হবে। যারা সীমা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াটাই স্বাভাবিক বলে জানান তিনি। 

আজ (শুক্রবার) সকালে মাদারীপুর মিউজিয়াম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় শাজাহান খান বলেন, 'প্রথম আলোর রিপোর্টার শামসুজ্জামান শামস যেটি করেছেন তা সঠিক নয়। কেনো একজনের হাতে দশ টাকা তুলে দিয়ে তাকে দিয়ে বলিয়েছে স্বাধীনতা দিবসে যাদের পেটে খাবার নাই তাদের আবার কিসের স্বাধীনতা। সে (শামসুজ্জামান) আসলে স্বাধীনতার পক্ষের লোক কিনা সেটা বিবেচনা করা হচ্ছে'। 

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, মাদারীপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক নজরুল ইসলাম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলামসহ আরো অনেকে।

Prottay/sharif