রাজবাড়ীতে গৃহবধূ ধর্ষণের মূল আসামি গ্রেফতার

প্রকাশিত: ৩১-০৩-২০২৩ ২১:১৭

আপডেট: ৩১-০৩-২০২৩ ২১:১৭

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীতে আলোচিত গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি আলিমুদ্দিন মোল্লাকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৮। তিনি রাজবাড়ী সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল রহমানের ছেলে।

আজ (শুক্রবার) বিকেলে র‌্যাব-৮ ফরিদপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে ধর্ষণ মামলার আসামি আলিমুদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলিমুদ্দিন গত ২৪শে মার্চ রাতে স্থানীয় এক গৃহবধুকে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এসময় ওই গৃহবধুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে ভিকটিম বাদি হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ০৯ (১) মূলে ধর্ষণ মামলা দায়ের করে। এ মামলার প্রেক্ষিতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রাজবাড়ী সদর হাসপাতালে হস্তান্তর করে।

Priyonty/sharif