‘একটি ভুয়া খবর দেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ করেছে’

প্রকাশিত: ০১-০৪-২০২৩ ০২:০২

আপডেট: ০১-০৪-২০২৩ ০২:০২

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ‘স্বাধীনতা দিবসের দিনে একটি গণমাধ্যমের ভুয়া খবর দেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ করেছে। এতে শুধু ৩০ লাখ মানুষের আত্মত্যাগের সঙ্গেই কটাক্ষ করেনি, তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেসব নাগরিকদের অসম্মান করেছে।’

শুক্রবার বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সভায় এসব  কথা বলেন তিনি। তিনি বলেন, পুরো জাতি যখন এক হবার চেষ্টা করছে, তখন সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী।

তিনি আরও বলেন বলেন, রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই দৈনিক।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘কোনও কোনও মহল চায় না বাংলাদেশ এগিয়ে যাক। সাম্রাজ্যবাদী দালালরা ক্রিয়াশীল, তারা চায় আমাদের রক্তে অর্জিত স্বাধীনতা, উন্নয়ন ও সুশাসনকে ব্যর্থ প্রমাণ করতে।’

 

AR/Bodiar