নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যান চাপায় সানজিদা আক্তার তামান্না (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত তামান্না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মোর্শেদ (পিপিএম) বলেন, পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
এ ঘটনায় কাভার্ডভ্যান চালক শামিম ও পাঠাও চালকসহ তিন জনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
afroza/sharif