লড়াকু মনোভাব ধরে রাখতে চায় টাইগাররা

প্রকাশিত: ০১-০৪-২০২৩ ১৪:৩৭

আপডেট: ০১-০৪-২০২৩ ১৪:৩৭

ক্রীড়া প্রতিবেদক : টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই চট্টগ্রামে সিরিজের শেষ টি-২০ ক্রিকেট খেলায় আয়ারল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। এমনটাই মনে করেন সিরিজসেরা টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে, শেষ ম্যাচে হারলেও আগামীতে লড়াকু মনোভাব ধরে রাখতে চান অধিনায়ক সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে ভয়ডরহীন খেলা তাতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তিনি। 

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে দারুন খেলেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে টানা জয় দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সাথে নতুন কিছু রেকর্ডও গড়েছে টাইগাররা। প্রথমবার টানা ৫টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্যাচে জয় পেলেও সিরিজের শেষ খেলায় আয়ারল্যান্ডের কাছে হেরে ধারাবাহিকতা হারায় সাকিব আল হাসানরা। 

চট্টগ্রামে শুক্রবার ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। দলের ৪১ রানের মাথায় বিদায় নেয় টপ ওর্ডারের ৫ ব্যাট্সম্যানই। শামিম হোসেনের অর্ধ শত রানের ইনিংসে ১২৪ রানে সব উইকেট হারায় স্বাগতিকরা। সিরিজের শেষ ম্যাচে টাপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাই হারার মূল কারণ বলে মনে করেন সিরিজ সেরা হওয়া বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন তিনি।

তবে শেষ ম্যাচে হারলেও পুরো সিরিজে দলগত পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, আগামী ম্যাচগুলোতেও আগ্রাসী মনোভাব নিয়েই মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ দল। 

এদিকে, ঢাকায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী চৌঠা এপ্রিল একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ক্রিকেট দল। 

AAA/sharif