আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের সামনে এক ফিলিস্তিনিকে গুলি কওে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। গতকাল (শুক্রবার) এ ঘটনা ঘটে বলে টিরআরটির প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আল আকসা মসজিদে নামাজের জন্য জড়ো হয়েছিলেন লক্ষাধিক মুসল্লি। এ কারণে ইসরাইল দুই হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করে শহরজুড়ে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদে প্রবেশের সময় ফিলিস্তিনিদেও বাধা দেয় ইসরাইলি বাহিনী। অনেককে মারধরও করা হয়। কয়েক জায়গায় ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনিদেও মধ্যে সংঘর্ষও ঘটে।
ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, এক ফিলিস্তিনি পুরাতন শহরের আল আকসা মসজিদের প্রধান গেটের কাছে অস্ত্র নেওয়ার চেষ্টা করেছিল। আত্মরক্ষার্থে ইসরাইলি পুলিশ গুলি করলে এক যুবক নিহত হয়।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত যুবকের বয়স ৩৬ বছর। সে বেদুইন শহর হুরার বাসিন্দা।
rocky/sharif