'তালি' সিনেমায় ভিন্ন লুক সুস্মিতা সেনের

প্রকাশিত: ০১-০৪-২০২৩ ১৭:৩৫

আপডেট: ০১-০৪-২০২৩ ১৭:৩৫

বিনোদন ডেস্ক: ‘তালি’ সিনেমায় বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের নতুন লুক ভাইরাল নেটদুনিয়ায়।  বিশ্ব ট্র্যান্সজেন্ডার দিবসে শ্রী গৌরী সাওয়ান্তের সঙ্গে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। দেখা যায়, ‘তালি' বাজাচ্ছেন সুস্মিতা সেন! চোখে দৃপ্ত ভাব, কপালে বড় টিপ, পরনে শাড়ি। 

'তালি' বাজিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তা দিয়েছেন সুস্মিতা। মূলত ট্রান্সজেন্ডারদের অস্তিত্বের লড়াইয়ের গল্প নিয়েই তৈরি সিনেমা 'তালি'। যার ট্রেলর মুক্তি পাবে খুব তাড়াতাড়ি।

উল্লেখ্য, সম্প্রতি হার্টের সমস্যা কাটিয়ে ফ্যাশন প্যারাডেতে হেঁটে অভিনেত্রী বার্তা দিয়েছিলেন তার সুস্থতার।

 

sanjida/shimul