বিনোদন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। সারাবিশ্বেই রয়েছে তার তুমুল জনপ্রিয়তা। ক্রিকেটের পাশাপাশি বিজ্ঞাপনেও বেশ পদচারণা রয়েছে এই অলরাউন্ডারের। এবার শর্টফিল্মে দেখা যাবে সাকিবকে।
এপ্রিলের মাঝামাঝিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ফিল্মটির। কিন্তু এখনও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমাটির নাম কিংবা গল্প সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছেন, চলতি রমজানে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের মাধ্যমে ভক্তদের জন্য নতুন বার্তা দিবেন সাকিব।
এর আগে ক্রিকেটের পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন এই অলরাউন্ডার। সফলতা ও পরিশ্রমী স্বভাবের জন্য ব্যাপক পরিচিত সাকিব আল হাসান। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান অর্জন করেছেন এ জনপ্রিয় ক্রিকেটার। ব্যক্তিগত জীবনেও একজন দায়িত্বশীল মানুষ, সব জায়গাতেই চ্যাম্পিয়ন তিনি। আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উৎস হচ্ছেন তিনি।
sanjida/shimul