১১ দেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি

প্রকাশিত: ০১-০৪-২০২৩ ২১:৩৮

আপডেট: ০১-০৪-২০২৩ ২১:৩৮

আন্তর্জাতিক ডেস্ক: ব্রেক্সিট থেকে বেরিয়ে যাওয়ার পর প্রশান্ত মহাসাগরীয় ১১টি দেশের সাথে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য। কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা সিপিটিপিপির সাথে চুক্তিবদ্ধ হলে পনির, গাড়ি, চকোলেট, যন্ত্রাংশ, জিন ও হুইস্কির মতো পণ্য রফতানিতে শুল্ক সুবিধা পাবে ব্রিটেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই ব্লকে থাকা ১১ সদস্যের হাতে রয়েছে বৈশ্বিক আয়ের প্রায় ১৩ শতাংশ। ব্রিটেন এই ব্লকে যোগ দেয়ার ফলে তাদের জিডিপিতে শূণ্য দশমিক এক শতাংশ যুক্ত হবে। পাশাপাশি এই অঞ্চলের ৫০ কোটি মানুষের বাজারের সাথে যুক্ত হতে পারবে ব্রিটেন।

চুক্তিটি ব্রেক্সিট-পরবর্তী স্বাধীনতার প্রকৃত অর্থনৈতিক সুবিধা দিচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রায় ২১ মাসের আলোচনার পর সিপিটিপিপির সাথে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে যোগ দিয়েছে ব্রিটেন।

২০১৮ সালে যাত্রা করে কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা সিপিটিপিপি। এর সদস্য দেশগুলো হচ্ছে, অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। সিপিটিপিপি সদস্যরা দ্বিপক্ষীয় বাণিজ্যে নীতিমালা শিথিল ও পণ্যের ওপর শুল্ক হ্রাস করে।

 

shamima/shimul