আরকানসাসে টর্নেডোর আঘাতে মৃত্যু বেড়ে ১১

প্রকাশিত: ০১-০৪-২০২৩ ২২:৪০

আপডেট: ০১-০৪-২০২৩ ২২:৪০

আন্তর্জাতকি ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও দক্ষিণে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে মৃত্যু বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার আঘাত হানা এই টর্নেডোতে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এদিন, যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যে অন্তত ৫৩টি ছোট-বড় টর্নেডো আঘাত হেনেছে। যার প্রভাবে বিভিন্ন রাজ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে অন্তত ৩ লাখ মানুষ। এদিকে, ইকুয়েডরের আলাউসি শহরে ভারী বৃষ্টি ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। আর ভয়াবহ দাবানলে পুড়ে গেছে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের ১১২ হেক্টর বনাঞ্চল। 

এক সপ্তাহ পর আবারও ভয়াবহ টর্নেডোর কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির আরকানসাস অঙ্গরাজ্যের কয়েকটি এলাকা। ঘটেছে প্রাণহানিও। আহত অর্ধশতাধিক মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার লিটল রক শহরে আঘাত হানে টর্নেডোটি। এছাড়া, উইন শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বাতাসের তোড়ে উপড়ে গেছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। দুমড়ে মুচড়ে গেছে সড়কে থাকা বহু গাড়ি। রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। এছাড়া আরও বেশ কয়েকটি রাজ্যে শক্তিশালী টর্নেডোর পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। 

আরকানসাসের পাশাপাশি ইলিনয়, আইওয়া, উইসকনসিন, মিসিসিপি ও টেনেসি অঙ্গরাজ্যে অর্ধশতাধিক প্রিলিমিনারি বা দুর্বল টর্নেডো আঘাত হেনেছে। এতে বিভিন্ন স্থাপনার ক্ষতির পাশাপাশি বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে অন্তত ৩ লাখ মানুষ। 

এদিকে, লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের চিম্বোরাজো প্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে বহু প্রাণহানির পাশাপাশি নিখোঁজ রয়েছেন ৬৭ জন। তাদের সন্ধানে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। 

অন্যদিকে, কয়েকদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। আগুনে পুড়ে গেছে প্রায় ১১২ হেক্টর বনাঞ্চল। দাবানল নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে অগ্নিনির্বাপক কর্মীরা। এরইমধ্যে একজনের প্রাণহানি হয়েছে। দাবানলের কারণে দেশটির রাজধানী ব্যাংককসহ আশপাশের এলাকায় বাড়ছে বায়ুদূষণ। 

 

Mustafiz/shimul