নিউইয়র্কের একটি রাস্তার নাম ‘বাংলাদেশ স্ট্রিট’

প্রকাশিত: ০২-০৪-২০২৩ ০৯:৫১

আপডেট: ০২-০৪-২০২৩ ১৫:০৪

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি রাস্তার নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’। স্থানীয় সময় গত রোববার (২৬শে মার্চ) দুপুরে বাংলাদেশের স্বাধীনতা দিবসে জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকার সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান সড়কের নাম ফলক উন্মোচন করেন।

জ্যাকসন হাইটসের ৭৩তম স্ট্রিটের এই সড়কে প্রচুর বাংলাদেশির বসবাস রয়েছে। এ কারণে কমিউনিটির অনেক সদস্য দীর্ঘদিন ধরে জ্যাকসন হাইটসে একটি জায়গার নাম বাংলাদেশের নামে চাইছিলেন। এর প্রেক্ষিতে কাউন্সিল সদস্য কৃষ্ণান তার সহকর্মী এবং শহরের কর্মকর্তাদের সাথে এই প্রস্তাবের বিষয়ে দেখা করেছিলেন। প্রস্তাবটি গত ১৬ই ফেব্রুয়ারি সিটি কাউন্সিলের সভায় পাস হয়। এরপর স্বাধীনতা দিবসের সম্মানে সড়কটির নাম বাংলাদেশের নামে নামকরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাজনীতিবিদসহ অনেক প্রবাসী বাংলাদেশি। নামফলক উন্মোচনের সময় পুরো এলাকা মুখরিত হয়ে উঠে জয় বাংলা স্লোগানে।

এর আগে, নিউইয়র্কের জ্যামাইকার আরেকটি রাস্তার নাম পরিবর্তন করে 'বাংলাদেশ অ্যাভিনিউ' এবং ব্রঙ্কসের স্টলিং অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে 'বাংলা বাজার অ্যাভিনিউ' করা হয়েছিল।

 

rocky/Bodiar