আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলীয় ৮ টি অঙ্গরাজ্য। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন প্রায় ৬ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাইলের পর মাইল এলাকা।
এদিকে, স্পেনের পাহাড়ি এলাকায় ছড়িয়েছে একশ’র বেশি দাবানল। কর্তৃপক্ষের দাবি, ইচ্ছাকৃতভাবে বনাঞ্চলে আগুন লাগিয়ে দাবানল সৃষ্টি করা হয়েছে।
গত সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আঘাত হানছে টর্নেডো। শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ৬০টিরও বেশি টর্নেডো তাণ্ডব চালায়। এতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। চরম ভোগান্তিতে পড়েছে জনজীবন।
টর্নেডোর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আলাবামা, মিসিসিপি, ইন্ডিয়ানা, ইলিনয় এবং টেনেসিসহ অন্তত ৮টি অঙ্গরাজ্য। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরকানসাস। সেখানে জরুরি অবস্থা জারি রয়েছে। বিভিন্ন রাজ্যে ৫ লাখ ৯০ হাজারের বেশি মানুষ এখনও বিদ্যুৎহীন। সতর্কতার আওতায় রয়েছে সাড়ে ৮ কোটি মানুষ।
এরইমধ্যে, প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে সহায়তার প্রতিশ্র“তি দিয়েছেন। আরও কয়েকদিন প্রচণ্ড বজ্রঝড়, শিলাবৃষ্টি ও ভারী বাতাসের সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
এদিকে, ইকুয়েডরের চিম্বোরাজো প্রদেশের আলাউসি শহরে ভূমিধসের এক সপ্তাহ পরও মরদেহের সন্ধান পাওয়া যাচ্ছে। এখনও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।
অন্যদিকে, ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের উত্তরাঞ্চল। সেখানকার পাহাড়ি এলাকায় একশোটিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। ফসলি জমিসহ বেশ কয়েকটি বাড়িও আগুনে পুড়ে গেছে। বন্ধ করে দেয়া হয়েছে পাহাড়ি রাস্তা ও হাইওয়ে। শুষ্ক আবহাওয়া আর তীব্র বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। এছাড়া, দাবানলে পুড়েই চলেছে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের দুটি পাহাড়।
AAJ/Bodiar