নিজস্ব প্রতিবেদক: বাজার মূল্যের চেয়ে কম দামে রাজধানীতে মাংস, দুধ, ডিম বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। নগরীর ২০টি স্থানে ট্রাকে করে চলে এসব পণ্য বিক্রি। এটা সবার জন্যেই উন্মুক্ত। এছাড়া বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিরাও স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি করছে। জিনিসপত্রের চড়া দামের কারণে এসব উদ্যোগ নেয়া হয়েছে। এতে কম দামে মাংস দুধ ডিম কিনতে পারছে সাধারণ মানুষ।
নিত্যপণ্যের দাম বেশ চড়া। রোজায় তা আরও বেড়েছে। মানুষ যখন দৈনন্দিন খাবারের তালিকা কাটছাট করছে তখন সরকারি বেসরকারি কিছু উদ্যোগে কম দামে বিক্রি করা হচ্ছে মাংস, দুধ ও ডিম।
প্রাণিসম্পদ অধিদপ্তরের ফ্রিজিং ভ্যান করে সকাল ৯টা থেকে রাজধানীর ২০টি স্থানে এসব পণ্য বিক্রি করছে। প্রতি কেজি গরুর মাংস ৬৪০, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ব্রয়লার মুরগী ৩০০ টাকা, এক ডজন ডিম ১১০ টাকা এবং ৮০ টাকা লিটার দুধ বিক্রয় করা হচ্ছে।
সরকারি ট্রাক থেকে যে কোন নাগরিক এই পণ্য কিনতে পারছে। কম দামে দুধ-ডিম-মাংস কিনতে পেরে সন্তোষ জানান ক্রেতারা।
সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও জনপ্রতিনিধিরাও এমন উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড লালবাগ-আজিমপুর এলাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে ৬৫০ টাকায়। প্রতিদিন জবাই করা হয় দুটি গরু। কাউন্সিলর অফিস থেকে দেয়া টোকেন দেখিয়ে এখান থেকে স্বল্পমূল্যে গরুর মাংস কিনছে সাধারণ ও নি¤œ আয়ের মানুষ।
২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক জানান, ব্যবসায়ীদের বাধা উপেক্ষা করে কম দামে মাংস বিক্রি করা হচ্ছে। রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলবে বলে জানান তিনি।
Azmi/Bodiar