মধ্যরাতে ঢাকায় সেহেরি বাজার জমজমাট

প্রকাশিত: ০২-০৪-২০২৩ ১৪:১৫

আপডেট: ০২-০৪-২০২৩ ১৭:৪৫

নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে জমজমাট ঢাকার সেহেরি বাজার। পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে সেহেরি করছেন অনেকেই। বিশেষ করে পুরান ঢাকার খাবারের দোকানগুলো সরগরম থাকে সববয়সী মানুষের পদচারণায়। 

এদিকে, উচ্চবিত্ত বা মধ্যম আয়ের মানুষরা শখের বসে রেস্টুরেন্টে সেহেরি করলেও, রাজধানীর কারওয়ান বাজারের শ্রমিকরা খুঁজে নেয় অল্প দামের খাবারের দোকানগুলো। 

রাত আড়াইটা। পুরান ঢাকার নাজিরাবাজারের খোলা আছে সারি সারি সব খাবারের দোকান। 

দোকানগুলোতে সেহেরির জন্য ভিড় করেছেন লোকজন। দোকানিরাও ব্যস্ত খাবার পরিবেশনে। নানা পদের খাবারের পাশাপাশি এখানে বেশি বিক্রি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহেরি, বিরানি আর কাচ্চি।

দূর-দূরান্ত থেকে এখানে মানুষ আসেন সেহেরি খেতে। পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে আসেন অনেকে। এই রাতেও বেশিরভাগই এসেছেন শখের বসে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে। 

বৃষ্টি¯œাত শীতল আবহাওয়ায় বিক্রি ভালো হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। মধ্যরাতে যানজটের বিড়ম্বনা না থাকায় সহজেই মানুষ এসেছে এসব খাবারের দোকানে। করোনার কারণে তিন রোজায় তেমন ব্যবসা করতে পারেননি পুরান ঢাকার ব্যবসায়ীরা। এ বছর বেচা-বিক্রি ভালো হওয়ায় খুৃশি তারা।

এদিকে, রাজধানীর কারওয়ান বাজারের রাত প্রায় সাড়ে তিনটার চিত্র ছিল অন্যরকম। সবজি বাজারে সারারাত ট্রাক আসে। আর এর ফাঁকেই সেহেরি সেরে নেন এসব নিু¤œ আয়ের মানুষ। তাদের ভরসা মোটামুটি মানের রেস্টুরেন্ট বা ফুটপাতের খাবারের দোকানগুলো। খাবারের উচ্চমূল্যের এই সময়ে নিজের সামর্থ্যরে মধ্যেই সেহেরি করছেন এসব মানুষ।    

রোজা যত যায় ততই এসব দোকানে বেচা-বিক্রি বৃদ্ধি পায় বলে জানান দোকানিরা।

 

TH/Bodiar