২৪ ঘণ্টার ব্যবধানে দুই ফিলিস্তিনিকে হত্যা

প্রকাশিত: ০২-০৪-২০২৩ ১৫:৩৯

আপডেট: ০২-০৪-২০২৩ ১৫:৩৯

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের আল-আকসা কম্পাউন্ডে মেডিকেল শিক্ষার্থীকে হত্যার কয়েক ঘণ্টা পর অধিকৃত পশ্চিম তীরে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। আজ (রোববার) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল (শনিবার) এ হত্যার ঘটনা ঘটে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে নিহত ব্যক্তিকে মোহাম্মদ রা’দ বারাদিয়াহ (২৪) হিসেবে শনাক্ত করেছে।

প্রত্যক্ষদর্শীরা ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সিকে বলেন, বারাদিয়াহকে বেইত উমমার শহরের কাছে গুলি করা হলে সে আহত হয়। এসময় তাকে চিকিৎসা নিতে দেয়নি ইসরাইলি সেনারা। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, যে বারাদিয়াহ তার গাড়ি নিয়ে সৈন্যদের ওপর হামলা চালায়। এতে তিন ইসরাইলি সেনা আহত হয়। যাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। পরে গুলি করে ঘাতককে হত্যা করা হয়।

rocky/sharif