১০০টি সাঁজোয়া যান কিনছে ইউক্রেন

প্রকাশিত: ০২-০৪-২০২৩ ১৭:২০

আপডেট: ০২-০৪-২০২৩ ১৭:২০

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন থেকে ১০০টি বহুমুখী সাঁজোয়া যান কিনছে ইউক্রেন। গতকাল (শনিবার) এতথ্য জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। এসময় তিনি বলেন, ইউক্রেন সরকার ১০০টি রোসোমাক সাঁজোয়া যান কেনার অর্ডার দিয়েছে। এসব সাঁজোয়া যান এখানেই তৈরি হবে।

রোসোমাক বহুমুখী সাঁজোয়া যান। ফিনল্যান্ডের কোম্পানি প্যাট্রিয়ার লাইসেন্সের আওতায় পোল্যান্ডে এই সাঁজোয়া যান তৈরি করা হয়। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মোরাউইকি জানান, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে এসব যানের মূল্য পরিশোধ করা হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের পশ্চিমা মিত্ররা।

sanjida/sharif