ক্রীড়া ডেস্ক: আইপিএলের শুরুই যেন শেষ হয়ে গেলো নিউজল্যান্ডের তারকা প্লেয়ার কেন উইলিয়ামসনের। প্রথম ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন উইলিয়ামসন। আর সেই ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। গুজরাট টাইটান্স ছেড়ে এখন বাড়ি ফিরতে হচ্ছে তাকে। তবে ঠিক কতদিনের মাঠের বাইরে থাকবেন তিনি তা নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট।
আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ইনিংসের ১৩ তম ওভারে ডিপ স্কয়ার লেগের বাউন্ডারি সীমানায় অনেকটা লাফিয়ে বল ধরার চেষ্টা করেছিলেন উইলিয়ামসন। তাতে অবশ্য সফল ছিলেন তিনি। ছয় হতে দেননি সেই বলে। কিন্তু মাটিতে পড়ার সময় হাঁটুতে ছোঁট পান উইলিয়ামসন। সতীর্থদের কাঁধে ভর করে তাকে মাঠ ছাড়তে হয়।
বর্তমানে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। চলতি মাসেই পাঁচটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার জন্য পাকিস্তান সফর করবে তারা। যদিও আইপিএল খেলার জন্য সেই সফর থেকে আগেই নিজেকে সরিয়ে রেখেছেন উইলিয়ামসন।
Mustafiz/sharif