সোনায় ৩ শতাংশ ভ্যাট কমানোর প্রস্তাব

প্রকাশিত: ০৪-০৪-২০২৩ ২০:৫৫

আপডেট: ০৪-০৪-২০২৩ ২০:৫৫

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বাজেটে জুয়েলারি ব্যবসায় অলংকার বিক্রির ক্ষেত্রে আরোপিত ভ্যাটের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস। 

আজ (মঙ্গলবার) বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভূক্তির লক্ষ্যে ১২টি প্রস্তাব তুলে ধরেন বাজুসের সহ-সভাপতি আনোয়ার হোসেন। 

এসময় দেশের স্বর্ণ শিল্প বিকাশে গোল্ড রিফাইনারি উদ্যোক্তাদের জন্য ১০ বছরের কর অবকাশ সুবিধা দিতে সরকারের প্রতি আহবান জানান বাজুসের নেতারা। 

সংবাদ সম্মেলনে বাজুসের সভাপতি ও বসুন্ধরা গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ বাজুসের নেতারা উপস্থিত ছিলেন। 

 

Azmi/Bodiar