জাবির হলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

প্রকাশিত: ০৪-০৪-২০২৩ ২২:৫১

আপডেট: ০৪-০৪-২০২৩ ২২:৫১

সাভার সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল থেকে সিয়াম মো. আরাফাত নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিয়াম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নীলফামারির ডোমার উপজেলায়।

জানা যায়, আজ দুপুরে সিয়ামকে ডাকাডাকি করা হলেও তিনি সাড়া দেননি। এরপর বিকেলে আবারও ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালার গ্লাসের উপরের কাগজ সরিয়ে সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এরপর দরজা ভেঙে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

rocky/Bodiar