"বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধের আইন সংসদের কলঙ্ক"

প্রকাশিত: ০৭-০৪-২০২৩ ১৭:৪৯

আপডেট: ০৮-০৪-২০২৩ ০৯:৩৬

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গন্ধুর হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করার আইন করা ছিলো সংসদীয় ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে প্রস্তাবনা তুলে ধরে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি আওয়ামী লীগ সরকার সংসদকে অনন্য উচ্চতায়  নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির দেয়া বক্তব্যের পর কার্যপ্রণালী বিধি ১৪৭ এর আওতায় জনগণের জীবনমান উন্নয়নে জাতীয় সংসদকে কার্যকর ভূমিকা নিয়ে প্রস্তাবনা পেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সংসদের ৫০ বছরের দীর্র্ঘ পথ চলার ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ১৯৭৩ সালের ৭ই এপ্রিল জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। ৫০ বছরের পথ চলায় জাতীয় সংসদ অনেক ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী হয়ে আছে। তবে জাতির পিতার হত্যাকারীদের বাঁচাতে ১৯৭৯ সালে ইনডেমনিটি অধ্যাদেশকে কালো আইনে পরিণত করা ছিলো সংসদীয় ইতিহাসে সবচেয়ে ঘৃণিত অধ্যায়। 

সংসদকে কার্যকর করতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নানা পদক্ষেপ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সবার সমান সুযোগ নিশ্চিত করে সংসদ এখন প্রাণবন্ত ও কার্যকর হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর প্রস্তাবনার আলোকে সংসদে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।

 

MRP/shimul