ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে নিজের ৩২ বিঘা জমিতে দেশি পেঁয়াজের বীজ উৎপাদন করে স্থানীয় কৃষকদের মাঝে সাড়া ফেলেছেন এক কৃষক। দেশি পেঁয়াজের ঘাটতি পূরণে এমন উদ্যোগ নিয়েছেন জেলার চাড়োল গ্রামের কৃষক মোয়াজ্জেম হোসেন। তার পেঁয়াজের ক্ষেতে কাজ করে অনেকের সংসারে ফিরেছে স্বচ্ছলতা। অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন পেঁয়াজের বীজ চাষে।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের কৃষক মোয়াজ্জেম হোসেন। দেশি পেঁয়াজের অধিক চাহিদা থাকায় এর বীজের আবাদ শুরু করেন তিনি। নিজের ৩২ বিঘা জমিতে পেঁয়াজের বীজ চাষ করছেন তিনি।
কৃষকদের কাছে দেশি পেঁয়াজের বীজ পৌঁছে দেয়ার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছেন মোয়াজ্জেম হোসেন। এতে প্রায় ৪০ লাখ টাকারও বেশি লাভবান হওয়ার আশা করছেন তিনি।
তার বীজের ক্ষেতে প্রতিদিন সকাল থেকে সেচ দেওয়া, পোকা দমনে কীটনাশক স্প্রে করাসহ সকল পরিচর্যার কাজ করছেন নানা বয়সী মানুষ। মোয়াজ্জেমের পেঁয়াজ বীজ চাষ দেখে আগ্রহী হচ্ছেন অন্য কৃষকরাও।
পেঁয়াজের বীজ উৎপাদনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে মশলা জাতীয় ফসলের উৎপাদন আরও বৃদ্ধি করা যাবে বলে জানান জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. সিরাজুল ইসলাম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এবার ঠাকুরগাঁও জেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ৭৯৮ হেক্টর নির্ধারণ করা হলেও ৮০৬ হেক্টর জমিতে হয়েছে।
Nishat/sharif