নিজস্ব প্রতিবেদক: গত ৫ বছরে অপারেশনের মাধ্যমে শিশুর জন্মহার বেড়েছে ১০ শতাংশ। ২০১৭ সালে অপারেশনের মাধ্যমে ৩৪ শতাংশ শিশুর জন্ম হতো। ২০২২ সালে সেই হার বেড়ে হয়েছে ৪৫ শতাংশ।
আজ (মঙ্গলবার) রাজধানীতে, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে- বি.ডি.এইচ.এস. এর প্রাথমিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য দেয়া হয়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রতিবছর ১৬ লাখ শিশুর জন্ম হয় অপারেশনে মাধ্যমে। এরমধ্যে ১৩ লাখই হয় বেসরকারি হাসপাতালে, যা উদ্বেগজনক। তবে, এই সময়ে বেড়েছে প্রাতিষ্ঠানিক প্রসব এবং গর্ভাবস্থায় প্রসূতির চিকিৎসা নেয়ার হার।
গতবছর সরকারি হাসপাতালে সিজার হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৮ জনের। বেসরকারিতে ১৩ লাখ ৫৩ হাজার ৯৪২ জনের সিজার হয়েছে। এছাড়া এনজিওতে সিজার হয়েছে ২২ হাজার ১৩৬ জনের।
জন্ম বিরতিকরণ প্রসঙ্গে জরিপে বলা হয়, জন্ম বিরতিকরণ সামগ্রী ব্যবহারের হার বিগত সময়ের চেয়ে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জন্ম নিয়ন্ত্রণে আধুনিক পদ্ধতির ব্যবহারের হার ৩ বেড়ে ৫৫ শতাংশ হয়েছে।
অল্প বয়সে বিয়ের সংখ্যাও ধীরে ধীরে কমে যাচ্ছে। ২০ থেকে ২৪ বছরের মহিলাদের মধ্যে ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যাওয়ার মাত্রা ২০১১ সালে ছিল ৬৫ শতাংশ, ২০১৭ এটা কমে দাঁড়ায় ৫৯ শতাং এবং ২০২২ সালে তা ৫০ শতাংশে নেমে এসেছে।
২০২২ সালের হিসাব অনুযায়ী, মহিলা প্রতি সন্তানের সংখ্যা ২ দশমিক ৩ জন। তবে, কিশোরী বয়সেই সন্তান জন্ম দেওয়ার মাত্রা বিগত বছরগুলোর তুলনায় কমেছে। ২০১৭ সালে এ মাত্রা ছিল ২৮ শতাংশ, ২০২২ সালে এটা কমে হয়েছে ২৩ শতাংশ।
LGR/Bodiar