চীনে বার্ড ফ্লু সংক্রমণে প্রথম মৃত্যু

প্রকাশিত: ১২-০৪-২০২৩ ১৯:০৪

আপডেট: ১২-০৪-২০২৩ ১৯:০৪

আন্তর্জাতিক ডেস্ক: বিরল বার্ড ফ্লু এইচ-থ্রি-এন-এইট ধরনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছের চীনের ৫৬ বছর বয়সী এক নারী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। 

বার্ড ফ্লুর এ ধরনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা এটি। তবে এ ধরনটি ছোঁয়াচে নয় বলে জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটি আরও জানিয়েছে, মারা যাওয়া ওই নারী আগে থেকেই বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এছাড়া পোল্ট্রি সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

৫৬ বছর বয়সী ওই নারী চীনের দক্ষিণাঞ্চল গুয়াংডং প্রদেশের বাসিন্দা ছিলেন। তিনি বিশ্বের তৃতীয় মানুষ হিসেবে এইচ-থ্রি-এন-এইট ফ্লু-তে আক্রান্ত ব্যক্তি ছিলেন। এরআগে এ ভাইরাসে আক্রান্ত বাকি দুই ব্যক্তিও চীনা নাগরিক ছিলেন। গত বছর তাদের দেহে এ ভাইরাস শণাক্ত করা হয়। বার্ড ফ্লুর এই ধরনটি মানব দেহে প্রবেশ করার ঘটনা খুবই বিরল।

গুয়াংডং প্রাদেশিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র গত মাসের শেষ দিকে তৃতীয় ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল। তবে মৃত্যুর ব্যাপারে কিছু বলেনি তারা।

মানবদেহে বিরল হলেও পাখির দেহে এই ভাইরাসের উপস্থিতি খুবই সাধারণ ঘটনা। এমনকি যেসব পাখির দেহে এ ভাইরাস আছে সেগুলোর মধ্যে রোগের কোনো লক্ষণও দেখা যায় না। এই ভাইরাসে মানুষ ছাড়াও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীও আক্রান্ত হয়েছে

 

aleya/Bodiar