নভেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু

প্রকাশিত: ১৩-০৪-২০২৩ ১৪:০৬

আপডেট: ১৩-০৪-২০২৩ ১৭:৩৯

নিজস্ব প্রতিবেদক: আগামী নভেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণের পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই অনুষ্ঠানের পর তিনি একথা জানান।

এসময় সেতুমন্ত্রী বলেন, ‘জুনে আরও ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নভেম্বরে নগরের বিআরটিসির বহরে এসিসহ ১০০ ডাবলডেকার যুক্ত করা হবে। এবার ঈদে যানজট অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। জনগণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে'।

উল্লেখ্য, গত ২৮শে ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬ এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়। 

এরপর  উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার, মিরপুর-১০ স্টেশন চালু হয়। এর মধ্যে দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হয়। সবশেষ গেলো ৩১ মার্চ মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু  করা হয়।

Mustafiz/sharif