সিডনির বাঙালিপাড়ায় জমজমাট ইফতারির বাজার

প্রকাশিত: ১৪-০৪-২০২৩ ১৫:০২

আপডেট: ১৪-০৪-২০২৩ ১৫:৫৮

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালি পাড়া হিসেবে পরিচিত এলাকায় ইফতার বাজার হয়ে উঠেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলন মেলা। বাংলাদেশি ছাড়াও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুসলিম ও অমুসলিম সম্প্রদায়ের মানুষও হাজির হন ইফতারের স্বাদ নিতে। রোজার মাসজুড়ে সূর্যাস্ত থেকে মধ্যরাত অব্দি চলে এই আয়োজন। 

দেখতে ঢাকার কোন ইফতার বাজারের মতোই। পথের দুই পাশের দোকানে দোকানে হাঁক ডাক, মানুষের ভিড়। রোজার সময় এমন দৃশ্য দেখা গেলো অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেম্বার হ্যালডন স্ট্রিট থেকে রেলওয়ে প্যারেড পর্যন্ত এলাকায়। বিকেল হলেই এ পথে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর শুরু হয় অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় আর বাহারি ইফতার বাজার, যা চলে পুরো রোজার মাস জুড়ে।

বাহারি ইফতারির স্বাদ পেতে মুসলিমরাই শুধু নয় এখানে আসেন বিভিন্ন দেশের বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষও। বাংলাদেশের পাশাপাশি  লেবানন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্কসহ আরব দেশের খাবারের সমারোহ এই বাজারে।

দেশ থেকে বহু দূরে সিডনির ল্যাকাম্বায় এসেও যেন এই আয়োজনে স্মৃতিকাতর হন প্রবাসী বাঙালিরা। এই আয়োজন এখানকার মানুষের কাছে যেমন জনপ্রিয়, তেমনি অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যেরও প্রকাশ বলে জানান তারা।

Mukta/sharif