টাইমস স্কয়ারে শতকন্ঠে বাংলা বর্ষবরণ

প্রকাশিত: ১৫-০৪-২০২৩ ১৪:১৯

আপডেট: ১৫-০৪-২০২৩ ১৬:২০

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নিউইয়র্কের টাইমস স্কয়ারে শতকন্ঠে গীত হয়েছে বাংলা নববর্ষ বরণের সঙ্গীত। এই প্রথম একসঙ্গে একশ’ শিল্পী গানে গানে বরণ করেছে বাংলা নতুন বছর ১৪৩০ বঙ্গাব্দকে। এছাড়া বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের বাংলাদেশীরা। মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এতে অংশ নেন যুক্তরাষ্ট্রে প্রবাসী হাজারও বাঙালি। 

দেশে দেশে বাংলা নতুন বছরকে বরণ করেছে বাঙালি। প্রবাসে সবচয়ে বড় আয়োজনটি ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে টাইমস স্কয়ারে শত শত বাংলা সংস্কৃতিপ্রেমী ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গানের মাধ্যমে বরণ করে নেয় বাংলা নতুন বছরকে। 

এই আয়োজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশী অভিবাসীরা যুক্ত হন। শতকন্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণের আয়োজনে স্বাগত জানান একুশে পদক প্রাপ্ত নৃত্য শিল্পী লায়লা হাসান। 

এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই বর্ষবরণে ছিলো মঙ্গল শোভাযাত্রা। স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এটি উদ্বোধন করেন। 

এবছর পহেলা বৈশাখ উদযাপন ব্যাহত করতে যুক্তরাষ্ট্রের কিছু সাম্প্রদায়িক মানুষ আদালতে মামলা করেছিলেন। মামলায় তাদের পরাজয়ের পর এই আয়োজন শুভর জয় হিসেবে দেখছেন আয়োজকরা।

শত শত বাঙালি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অভিভূত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ যোদ্ধা রথীন্দ্রনাথ রায়। 

বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে এবারের পহেলা বৈশাখ উদযাপন যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক ও কলাকুশলীরা। 

AAJ/sharif