রপ্তানি খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে 'সুইলস'

প্রকাশিত: ১৫-০৪-২০২৩ ১৪:৪১

আপডেট: ১৫-০৪-২০২৩ ১৪:৪১

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রপ্তানি খাত এগিয়ে নিতে ও দক্ষ জনবল তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে 'সুইলস'। শুক্রবার (১৪ই এপ্রিল) রাজধানীর উত্তরার একটি রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনটির নেতারা একথা বলেন। স্টোর, ওয়ারহাউজ, ইনভেন্টরি, লজিস্টিক ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত সুইলস নেতারা জানান, দেশের উন্নয়ন এবং অর্থনৈতিক মুক্তি আনতে আগামীতেও তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইলসের উপদেষ্টা পরিষদের সদস্য আসাদুল হক শাওন, রাজিব মহাজন, আবুল বাশার, গোলাম সারোয়ার, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, মিসবাহ উদ্দিন, নুর এ খান, মহিউদ্দিন ও সানোয়ার হোসেনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। 

এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন সবাই। বিশ্ব মন্দা পরিস্থিতির মধ্যেও দেশের রপ্তানীখাত এগিয়ে নিতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন সুইলস নেতৃবৃন্দ।

afroza/sharif