সোনার বাংলার ১৭ই এপ্রিলের যাত্রা বাতিল

প্রকাশিত: ১৬-০৪-২০২৩ ২২:৪৮

আপডেট: ১৬-০৪-২০২৩ ২২:৪৮

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার হাসানপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ সংঘর্ষের ঘটনায় আগামীকাল সোমবার (১৭ই এপ্রিল) চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ যাত্রা বাতিল করা হয়েছে। দুর্ঘটনার পরবর্তী সময়ে আজ (রোববার) রাতে এতথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

রেলমন্ত্রী বলেন, কেউ চাইলে আগামীকাল ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ টিকিট ফেরত দিতে পারবে অথবা ১৯ তারিখ এই ট্রেনের যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। সেদিন সকালে দু'টি ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন ঢাকা ছেড়ে যাবে।

আজ সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইঞ্জিন ও ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীবাহী ট্রেনের অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছে রেল কতৃর্পক্ষ। দুর্ঘটনার পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

Mustafiz/sharif