বৈশাখী টেলিভিশনের সাবেক ক্যামেরাপার্সন কামাল মারা গেছেন

প্রকাশিত: ২০-০৪-২০২৩ ২৩:৫৯

আপডেট: ২০-০৪-২০২৩ ২৩:৫৯

নিজস্ব প্রতিবেদক: দৈনিক ‘সংবাদ সারাবাংলা’ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও বৈশাখী টেলিভিশনের সাবেক ক্যামেরাপার্সন কামাল পারভেজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সন্ধ্যায়, সুনামগঞ্জের দুয়ারা বাজারে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৮ বছর। আগামীকাল শুক্রবার সকালে দুয়ারা বাজারে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী,  দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 

SAI/Bodiar