হিলি সংবাদদাতা : ঈদে ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষ হয়েছে গতকাল সোমবার। আজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়।
তবে, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া অন্যদিনে বন্দরের ভেতরের কার্যক্রম চালু ছিলো। সেই সাথে স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু'দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রমও।
FR/joy