লাবণী গুহ: ঈদের দিনগুলো আনন্দে ভরিয়ে তুলতে বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠানমালায় প্রতিদিনই রয়েছে বর্ণিল সব আয়োজন। ঈদের ৬ষ্ঠ দিনেও থাকছে উপভোগ্য সব অনুষ্ঠানমালা। রয়েছে একক, ধারাবাহিক ও মেগা নাটক। সেই সাথে সিনেমার গান ও বাংলা সিনোমা তো আছেই।
বৈশাখী টেলিভিশনের ঈদ আনন্দ আয়োজনের ৬ষ্ঠ দিনের অনুষ্ঠানমালাও শুরু হয় ‘বৈশাখীর সকালের গান’ দিয়ে। সকাল ৮টা ১৫ মিনিটে এই অনুষ্ঠানের শিল্পী ছিলেন ফেরদৌস আরা। ছিল নাটক ও গানের অনুষ্ঠানের পরিবেশনা।
এরপর দুপুর ২টা ৪০ মিনিটে বাংলা সিনেমা ‘দুই বধু এক স্বামী’ প্রচারিত হবে। বিকেল ৫টা ১৫ মিনিটে রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম ঈদ।’বিকেল পৌনে ছয়টায় ধারাবাহিক নাটক ‘সিঁড়ির’ ষষ্ঠ পর্ব প্রচারিত হবে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ‘জামাই বাজার তিন’ এর ষষ্ঠ পর্ব।
সন্ধ্যে সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ড্যামকেয়ার’। রাত ৮টা১০ মিনিটে একক নাটক ‘প্রীতি মাই লাভ’। ৯টা ২০ মিনিটেরয়েছে ধারাবাহিক নাটক ‘দুই জামাই। এরপর রাত ১০ টায় ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’ এবং রাত সাড়ে ১০ টায় আরেক ধারাবাহিক ‘ভন্ড প্রেমিক’ প্রচারিত হবে।
রাত ১১ টা ৩৫ মিনিটে প্রচারিত হবে মেগা ড্রামা ‘ সৌদি জামাই বিদায় রজনী’।
LGR/sat