চীনের সাথে বাড়ছে বাণিজ্য ঘাটতি

প্রকাশিত: ২৯-০৪-২০২৩ ১৪:২৪

আপডেট: ২৯-০৪-২০২৩ ১৫:৪৩

তানজিলা নিঝুম: চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি দিন দিন বাড়ছে। চীন থেকে বাংলাদেশ যত টাকার পণ্য আমদানি করে, সেদেশে রপ্তানি করে তার অর্ধেকেরও কম। বাণিজ্য ঘাটতি কমাতে দেশে চীনের বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিতে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে সর্ম্পক খারাপ হওয়ায় নতুন নতুন বাজার খুঁজছে চীন। এই সুযোগে চীনের বিনিয়োগ আনতে প্রশাসনিক জটিলতা কমানো ও শুল্ক ছাড় দেয়ার পরামর্শ দিয়েছেন তারা। 

করোনা অতিমারি শুরুর পর আর্ন্তজাতিক বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলে চীন। পরে বিভিন্ন দেশ পর্যায়ক্রমে করোনার বিধিনিষেধ তুলে নিলেও চীন অনেক দিন ধরে তা বহাল রেখেছিল। ২০২২ সালের শেষে বিধিনিষেধ প্রত্যাহার শুরু করে বেইজিং। আর তিনবছর পর সম্প্রতি বিদেশিদের ভিসা দেয়া শুরু করেছে।

এদিকে, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতির আকার বেশ বড়। বাংলাদেশ প্রতি বছর মোট আমদানির প্রায় ২০ শতাংশ পণ্য আসে চীন থেকে। আর দেশটিতে রপ্তানি করে ১ শতাংশের কম। ২০২০-২১ অর্থবছরে চীন থেকে পণ্য আমদানি করেছে প্রায় ১৩ বিলিয়ন ডলার। আর রপ্তানি করা হয়েছে মাত্র ৬শ’ ৮০ মিলিয়ন ডলারের পণ্য। 

বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে রপ্তানি বাড়ানোর পাশাপাশি দেশে চীনের বিনিয়োগ আনতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানান ব্যবসায়ীরা।   

বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপড়েন চলায় ভিন্ন দেশে বাজার খুঁজছে চীন। এটা চীনের বাজার ধরার উপযুক্ত সময় বলে মনে করেন অর্র্থনীতিবিদরা। 

বিনিয়োগে সুবিধা দেয়া হলে দু’দেশের বাণিজ্য ঘাটতি কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা।

Nijhum/sat