এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রকাশিত: ৩০-০৪-২০২৩ ০৭:৪৫

আপডেট: ৩০-০৪-২০২৩ ১৫:২১

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারে পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। 

এসএসসি ও সমমানের পরীক্ষা রোববার থেকে শুরু হলো। করোনা পরিস্থিতির পর এবার সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ৩ হাজার ৮১০টি কেন্দ্রে। 

বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবারের পরীক্ষা। ভুল কেন্দ্রে এসে কোন কোন পরীক্ষার্থীকে আবার নির্ধারিত কেন্দ্রে ছুটতে দেখা গেছে। সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে পরীক্ষা। দশ বছরের শিক্ষাজীবনের এই চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে আনন্দিত পরীক্ষার্থীরা। 

সন্তানের জন্য অভিভাবকের চিরন্তন উদ্বেগ-উৎকণ্ঠা তো রয়েছেই, তবে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন।  

প্রথম পরীক্ষার দিন সকালে রাজধানীর বাড্ডা হাই স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। এই নিয়ে গুজব ছড়ানো হলে কাউকে ছাড় দেয়া হবেনা।  

পরীক্ষা কিংবা অধ্যয়ন, কোন ব্যাপারেই সন্তানদের ওপর বাড়তি চাপ না দিতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। 

রাজধানীর পাশাপাশি বরিশাল, রাজশাহী, কুমিল্লা, রংপুর, মেহেরপুর, টাঙ্গাইলসহ সারাদেশেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাকেন্দ্রকে ঘিরে নিরাপত্তা জোরদার করা ও পর্যাপ্ত ভিজিলেন্স টিম মাঠে রাখার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

KNR/Bodiar