সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৩-০৫-২০২৩ ১৫:৪১

আপডেট: ০৩-০৫-২০২৩ ২১:২৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা অনেক দেশের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে প্রয়োজন গণমাধ্যমের স্বাধীনতা। যেটি বর্তমান সরকার দিচ্ছে। প্রতিদিনই টেলিভিশনগুলোতে টক শোর মাধ্যমে সরকারের সমালোচনা করা হয়। তাতে কিন্তু সরকার হস্তক্ষেপ করে না, কারণ আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী।

বুধবার (তেসরা মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, পাশের দেশ ভারতে বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যমে তল্লাশি চালানো হয়। আমাদের টেলিভিশনগুলোতে প্রতিদিন রাতে সরকারের সমালোচনা হয়। অথচ বাংলাদেশে এমন কিছু কখনোই হয়নি। আমাদের দেশের গণমাধ্যমের স্বাধীনতা অনেক দেশের চেয়ে ভালো। 

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দুই শতাধিক অনলাইনের রেজিষ্ট্রেশন দেয়া হয়েছে। টেলিভিশন ও পত্রিকার অনলাইনকেও রেজিষ্ট্রেশন দেয়া হয়েছে।  এই সরকারের আমলেই অনেক টেলিভিশনের লাইসেন্স দেয়া হয়েছে। আমরা গণমাধ্যমের মুক্ত বিকাশের পক্ষে।

 

rocky/shimul