চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামে অবৈধভাবে সম্পদ অর্জন এবং অসৎ উদ্দেশ্যে সম্পদ গোপনের অভিযোগে এবিএম সাহাদাৎ হোসেন মজুমদার (৬২) নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই অভিযোগে তার স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (রোববার) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক বাদি হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, অবসারপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার এবিএম সাহাদাৎ হোসেন মজুমদার দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬৮ লক্ষ (৬৮,১৮,২৮৭/-) টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন এবং ১৮ লক্ষ টাকার (১৮,৩২,৫২২/-) টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করেন। সাহাদাৎ হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরী অবৈধভাবে ৭৫ লাখ ২৬ হাজার ৪৪৮ টাকা উপার্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয় এবং দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ২৭ লাখ ১ হাজার ৮০৪ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ পরিচালক নাজমুচ্ছায়াদাত জানান, মামলাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Mustafiz/sat