নিজস্ব প্রতিবেদক : দেশে প্রতিবছর প্রায় ৯ হাজার শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মায়। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে মোট জনগোষ্ঠির ১০ শতাংশের বেশি মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক।
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়।
দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালী শেষে আয়োজিত সেমিনারে বক্তারা আরো জানান, রক্তের রোগ থ্যালাসেমিয়া বংশগত ত্র“টির কারণে হয়ে থাকে।
এই রোগে আক্রান্তদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকায় শরীরে অক্সিজেন ও পুষ্টি ব্যহত হয়। ফলে, শরীরে বৃদ্ধি ও হাড়ের গঠনও বিকৃত হয়। বারবার রক্ত দিয়ে এ সমস্যাকে নিয়ন্ত্রণ করতে হয়।
বক্তারা বলেন, থ্যালাসেমিয়া বাহকদের মধ্যে বিয়ে বন্ধ করা গেলে এ রোগির সংখ্যা অনেক কমে যাবে।
LGR/Bodiar