তৈরি পোশাক রপ্তানি, আয় বেড়েছে পরিমাণ নয়

প্রকাশিত: ০৯-০৫-২০২৩ ১৬:১১

আপডেট: ০৯-০৫-২০২৩ ১৬:১২

তানজিলা নিঝুম : গত এক বছরে ইউরোপ অঞ্চলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে। তবে রপ্তানি আয় বাড়লেও পরিমাণ বাড়েনি। পণ্যের দাম বাড়ায় রপ্তানি আয় বেড়েছে বলে মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। পণ্য রপ্তানির পরিমাণ বাড়তে সরকারের পক্ষ থেকে প্রচার প্রচারণা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্র্থনীতিবিদরা। 

দেশ থেকে সবচেয়ে বেশি রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। ২০২২ সালে ইউরোপিয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ বাংলাদেশ থেকে ২ হাজার ১৮০ কোটি ইউরোর পোশাক কিনেছে। আগের বছর কিনেছিল ১ হাজার ৪২৯ কোটি ইউরোর পোশাক। সে তুলনায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৫২ দশমিক পাঁচ চার শতাংশ। ইইউ’র জন্য বাংলাদেশ পোশাক আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস হিসেবে উঠে এলেও প্রবৃদ্ধিতে তৃতীয় স্থানে। ভিয়েতনাম ৫৩ দশমিক শূন্য-এক শতাংশ ও কম্বোডিয়া ৫২ দশমিক সাত-এক শতাংশ প্রবৃদ্ধি নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যের উপকরণের দাম বেড়ে যাওয়ায় পোশাকের দামও বেড়েছে, এতে রপ্তানী আয় বাড়ছে। তবে বিশ্বমন্দার কারণে ক্রয়াদেশ আগের চেয়ে কমেছে জানান, বিজিএমইএ সহ-সভাপতি শহীদুল্লাহ আজীম। 

শুধু ইইউতে নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পোশাক রপ্তানি বাড়ানোর দিকে নজর দেয়ার তাগিদ দেন অর্থনীতিবিদ ও বিআইআইএসএস এর গবেষণা পরিচালক মাহফুস কবীর।

বিশ্বমন্দার কারণে চলতি বছর পোশাক রপ্তানী আশানুরূপ না হলেও আগামী বছর ভালো করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

 

Tanzila/habib