সাংগঠনিক কাজে গতি বাড়িয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৯-০৫-২০২৩ ১৯:৩৭

আপডেট: ০৯-০৫-২০২৩ ২০:৪৮

পার্থ রহমান: সরকার বিরোধী আন্দোলন মোকাবেলায় রাজধানীতে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ডে গতি বেড়েছে। রাজধানীর দুই অংশের নেতা কর্মীরা সক্রিয়ভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, রাজধানীতে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে আন্দোলনের নামে সহিংসতা করলে তা প্রতিহত করার ঘোষণা দেন তারা। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো নির্দলীয় সরকারের দাবি আদায়ে সরব হওয়ায় রাজনীতির মাঠে উত্তাপ বাড়ছে। রাজধানী নিজেদের নিয়ন্ত্রণে রাখতে আওয়ামী লীগের নেতা কর্মীরাও নানা কর্মসূচিতে মাঠে সক্রিয়। দেশের প্রধান দুই রাজনৈতিক দল একই দিনে কর্মসূচি পালন করছে।

তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগের নেতারা বলছেন, বিরোধী পক্ষের কর্মসূচি পালনে তারা বাধা দেবে না। অনেক ক্ষেত্রে সহায়তাও করছে মহানগর আওয়ামী লীগ।

এ প্রসঙ্গে জানতে চাইলে  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘কয়েকদিন যাবত দেখছি তারা শান্তির্পূণ সমাবেশ করছে। আমাদের কোনো আপত্তি নেই। তারা শান্তিপূর্ণভাসে সমাবেশ করুক। তার নির্বাচনে অংশগ্রহণ করুক। এটা আমরা কামনা করি।’

এদিকে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন,‘কখন কোন আন্দোলন করতে হয়, আওয়ামীলীগ জানে। কখন কোনটি প্রতিহত করতে হয় আওয়ামীলীগ জানে। এখন যারা আছে সুন্দর আছে। আমরা ডিফেন্সিভ না। যখন কেউ আমাকে ফাউল করে তাকে আমি দুটা ফাউল করবো।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, সহনশীল রাজনীতিতে বিশ্বাস করে আওয়ামী লীগ। তবে বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টির চিন্তা করলে ভুল করবে। 

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, ‘আগামী নির্বাচন ভণ্ডুল করার জন্য সন্ত্রাসীর পথে মানুষের জীবনের উপরে ,মানুষের স¤পদের উপরে, রাষ্ট্রের সম্পদের উপরে জনস্বার্থে আমরা প্রতিহত করবো।’

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন,‘ যদি কেউ মনে করে নির্বাচনে পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না। ষড়যন্ত্রের পথে ক্ষমতায় যাবে। তবে সে আশায় গুড়েঁবালি।’

আন্দোলনের নামে সরকার বিরোধী দলগুলো নৈরাজ্য করলে আওয়ামী লীগের নেতা কর্মীরা তা প্রতিহত করবে বলেও জানান নেতারা।

 

MRP/habib