খুলনা সংবাদদাতা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। অল্প সংখ্যক জনবল নিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। ফলে দুর্ভোগ পোহাতে হয় রোগিদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের চেষ্টা চলছে।
দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ১৯৮৯ সালে নগরীর বয়রা এলাকায় ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা হাসপাতাল নামে প্রতিষ্ঠার পর ১৯৯২ সালে সেটি মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত করা হয়।
২০০৮ সালে হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হয়। খুলনাসহ আশপাশের প্রায় ১৩ জেলার রোগী এখানে চিকিৎসা নিতে আসে। প্রতিদিন ভর্তি থাকে প্রায় ১৫শ’ রোগী। আর বহির্বিভাগে চিকিৎসা নেন দেড় হাজার থেকে ২ হাজার রোগী। ২৮৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও হাসপাতালে বর্তমানে আছে ২০০ জন। এছাড়া, কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম।
অপারেশন বিভাগে ৩৮টি পদের বিপরীতে জনবল রয়েছেন মাত্র ৮জন। ফলে জরুরি অপারেশনসহ চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের।
সংকটের কথা স্বীকার করে হাসপাতালের পরিচালক জানালেন, সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
শূন্যপদ পূরণে প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে বলেও জানান।
Kaniz/shimul