বাজেটে বিভিন্ন সহায়তা চায় বিজিএমইএ

প্রকাশিত: ১১-০৫-২০২৩ ২০:২০

আপডেট: ১১-০৫-২০২৩ ২১:৪১

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক খাতে উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও রপ্তানি আদেশ কমে যাওয়ার কারণে আসছে বাজেটে কর কমানো সহ সরকারের কাছে নীতি সহায়তা চেয়েছে এই খাতের উদ্যোক্তারা। আজ (বৃহস্পতিবার) পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি সংবাদ সম্মেলনে এই দাবি জানান। তিনি বলেন জ্বালানি তেল এবং পোশাক শিল্পের কাঁচামালের মূল্য বৃদ্ধির জন্য অর্ডার কমছে। 

বৃহস্পতিবার পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন-বিজিএমইএ। রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতি ও পোশাক শিল্পে এর প্রভাব নিয়ে নানা বিষয় তুলে ধরেন বিজিএমইএ’র সভাপতি। 

তিনি বলেন পোশাক শিল্পের প্রধান বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি রেকর্ড পর্যায়ে  পৌঁছেছে। এসব উন্নত দেশের ভোক্তারা ব্যয় কমিয়ে দিয়েছে। ফলে কমে আসছে পোশাকের চাহিদাও। তাই পোশাকের অর্ডার কমিয়ে দিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানগুলো।

বিজিএমইএর সভাপতি বলেন, বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামালের মূল্যবৃদ্ধি পেয়েছে। ফলে উৎপাদন খরচও বেড়েছে শিল্প মালিকদের।  তাই পোশাক শিল্পকে বাঁচাতে বাজেটে কর কমানো সহ বিভিন্ন সহায়তা দাবি করেন শিল্প মালিকরা।

আগামী ২০৩০ সালের মধ্যে রপ্তানি আয় একশ’ বিলিয়ন ডলারের লক্ষ্য অর্জনে সরকারের আরও সহযোগী চেয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। 

 

 

 

Azmi/shimul