অনলাইন ডেস্ক: মানুষ তার সৌন্দর্য রক্ষায় বিভিন্ন ধরনের ক্রিম বাজারে হরহামেশা পাওয়া গেলেও, এসবের মধ্যে কোনটি ভালো সেসব বুঝে ওঠা যায় না। ফলে অনেকেই ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করে। তবে এবার গ্রিন টি দিয়ে রূপচর্চা করে দেখুন। কারণ গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক উজ্জ্বল করে প্রাকৃতিকভাবে। এছাড়া ব্রণ ও ত্বকের বলিরেখা দূর করতেও নিয়মিত ব্যবহার করতে পারেন গ্রিন টির ফেসপ্যাক।
স্ক্রাব হিসেবে
ত্বকের মৃতকোষ দূর করতেও গ্রিন টি-র ব্যবহার করতে পারেন। হাতে এক চা চামচ গ্রিন টি-র পাতা ও ফেসওয়াশ নিয়ে সারা মুখে হালকা হাতে সারা মুখে ঘষে নিন। মিনিট তিনেক করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টোনার হিসেবে
ধুলোবালিতে ত্বকের বেহাল অবস্থা হয়। যাদের তৈলাক্ত ত্বক তাদের ত্বকের সমস্যা আরও বেশি। তাই বাড়ি ফিরেই টোনার ব্যবহার করা ছাড়া উপায় নেই। গ্রিন টি কিন্তু টোনার হিসাবে দারুণ কাজ করে। বেশি করে গ্রিন টি বানিয়ে কাচের শিশিতে ভরে রাখুন। রাস্তা থেকে ফিরে বা রাতে ঘুমনোর আগে এই টোনার ব্যবহার করুন।
ফেসপ্যাক হিসেবে
গ্রিন টির একটি ব্যাগ গরম পানিতে ডুবিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। পানি ঠান্ডা হয়ে গেলে টি ব্যাগটি কেটে চা পাতাগুলি বার করে একটি কাচের পাত্রে রাখুন। এক টেবিল চামচ বেকিং সোডা, এক চা চামচ মধু, কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল আর অ্যালোভেরা পানিতে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। গ্রিন টি ফেসপ্যাকটি মুখে লাগানোর আগে অবশ্যই মুখ ভালো করে পরিষ্কার করে নিন। ফেসপ্যাকটি লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। এ বার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে হালকা হাতে মুখ মুছে নিন। এই ফেসপ্যাক মুখে লাগানোর আগে হাতে পরীক্ষা করে নিতে ভুলবেন না যেন।
গ্রিন টি ও লেবু
গ্রিন টি লিকারের সঙ্গে লেবুর রস ও ১ চা চামচ অলিভ এবং ক্যাস্টর অয়েল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের বলিরেখা দূর করে উজ্জ্বল ও সুন্দর করবে ত্বক।
গ্রিন টি ও মধু
মধু ও গ্রিন টি লিকার একসঙ্গে মেশান। মিশ্রণে ১ চা চামচ অলিভ অয়েল দিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। এটি ত্বকের রুক্ষতা দূর করবে।
গ্রিন টি ও অ্যালোভেরা
গ্রিন টি এর সঙ্গে অ্যালোভেরা জেল ও লেবুর রস মেশান। মিশ্রণটি চক্রাকারে ত্বকে ম্যাসাজ করুন ১০ মিনিট। আরও ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। মরা চামড়া দূর করে ত্বকে জৌলুস নিয়ে আসবে এই ফেসপ্যাক।
sanjida/shimul