বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের রুমায় মাইন বিস্ফোরণে জুয়েল ত্রিপুরা (৩৫) নামে এক পাহাড়ী যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয় আব্রাহাম ত্রিপুরা (৩১) নামে আরেক পাহাড়ী যুবক। নিহত ও আহত ব্যক্তি থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিরাম পাড়ার বাসিন্দা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, উপজেলার রেমাক্রি পাংসা ইউনিয়নের সীমান্তবর্তী তামলং বম পাড়ায় পাহাড়ি রাস্তায় মাইন বিস্ফোরণে জুয়েল ত্রিপুরা (৩৫) নামে এক পাহাড়ী যুবকের মৃত্যু হয়েছে। এসময় আব্রাহাম ত্রিপুরা (৩১) নামে আরেক পাহাড়ী যুবক গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে পাঠানো নিয়ে যায়।
এ বিষয়ে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.ওয়াহিদুজামান মুরাদ জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল রুমা উপজেলায় হলেও থানচির সীমান্ত সড়কের পার্শ¦বর্তী হওয়ায় হতাহতদের উদ্ধার করে থানচিতে নিয়ে আসা হয়েছে। আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য বান্দরবান পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Mustafiz/habib