আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ‘এফ-১৬’ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস। এজন্য একটি ‘আন্তর্জাতিক জোট’ গড়ে তুলবে দুই দেশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আইসল্যান্ডে কাউন্সিল অব ইউরোপ সামিটের বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের এক মুখপাত্র বিবৃতিতে জানান, ‘ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সহায়তায় একটি আন্তর্জাতিক জোট গড়ে তুলতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রুট্টে’র সঙ্গে কাজ করবেন সুনাক। প্রশিক্ষণ থেকে শুরু করে ‘এফ-১৬’ বিমান কেনা পর্যন্ত করণীয় সবকিছুই করা হবে।’
এ প্রসঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রুটে মঙ্গলবার এক টুইট বার্তায় বলেন, ইউক্রেনে ভয়াবহ রুশ হামলার বিষয়ে আমি এবং সুনাক একসঙ্গে কাজ করছি।
রাশিয়ার আগ্রাসন বন্ধে পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দীর্ঘদিনের চাওয়া ছিল উন্নত যুদ্ধবিমান। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের বিমানবাহিনী এই যুদ্ধবিমান হাতে পেলে পাল্টে যাবে যুদ্ধের গতিপ্রকৃতি। তবে খুব শিগগিরই উন্নত প্রযুক্তির এই মার্কিন যুদ্ধবিমান হাতে পাওয়ার সম্ভাবনা নেই ইউক্রেনের। এজন্য তাদের অপেক্ষা করতে হবে অন্তত এক বছর।
এদিকে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে মার্কিন নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান দেওয়াটা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন অনেকে। এতে যুদ্ধক্ষেত্র আরও জটিল হয়ে উঠতে পারে বলে শঙ্কা রয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রও এই যুদ্ধবিমান ইউক্রেনের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
rocky/habib